বৃহস্পতিবার দুপুরে সব উপজেলায় ইউএনওদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হহাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে।
এডিসি (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন জানান, করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। ১৮ মে ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে পাঁচটি দাবি জানিয়ে ডিসি হায়াত-উদ-দৌলা খানের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলার ননএমপিও ৮৯৬ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা, ২০১ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে ৪৯ লাখ ৮২ হাজার ৫শ’ টাকা সহায়তা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম প্রমুখ।
Thoracic movements respiratory dyskinesias and pelvic involvement are also frequent priligy dapoxetina 30mg nos eua