নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মঈনুল ইসলাম (২১) নামে যুবক বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের জগদিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক আব্দুল হাকিম কে (২৬) আটক করেছে থানা পুলিশ।
উত্ত্যক্তের হামলায় নিহত মঈনুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে। এবং আটককৃত ঘাতক আব্দুল হাকিম ওই একই গ্রামের মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান জানান,আটককৃত ঘাতক হাকিম দীর্ঘ দিন ধরে নিহত মঈনুলের ছোট বোনকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলো।
এবিষয়টি নিয়ে তারা হাকিমের পরিবারের কাছে অভিযোগও করলে। তারই জেরধরে গত রবিবার সন্ধ্যায় হাকিম ধারালো হাসুয়া দেশীয় অস্ত্র দিয়ে মঈনুল, তার মা ও ভাইসহ পরিবারের কয়েকজন কে কুপিয়ে গুরুতর আহত করে।এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
ওসি আরো জানান, মঈনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হাসপাতালেই সে মারা যায়। পরে বিকেলে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এবং এ ঘটনায় মঙ্গলবার জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হলে।মামলা দায়েরর পর অভিযুক্ত ঘাতক হাকিম পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল হাকিমকে পাঁচবিবি উপজেলার নন্দইল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।