শেখর চন্দ্র সরকার, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ও সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজকের ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে । এজন্য তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহ্বান জানান।
তিনি আরোও বলেন,
বর্তমান আওয়ামীলীগ সরকার জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনে বিশেষ ভূমিকা রেখেছে।
গতকাল বিকালে বগুড়া সদরের গোকুল বেহুলা বাসর ঘর ত্রি-মোহিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রামশহর মানবিক সেবা সংস্থা(আরএমএসএস) কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টূর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র সংস্থার সাধারন সম্পাদক মোঃ সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন,ইউপি সদস্য জাকির হোসেন,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া,ম্যানেজিং ডাইরেক্টর দ্বারা ট্রেড ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ও বিশিষ্ট সমাজ সেবক মোফাসসার আহম্মেদ লিটন,জেলা যুবলীগ সদস্য আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম সারোয়ার মিলন,সমাজ সেবক লুৎফর রহমান,ইকবাল হোসেন বকুল,মাকছুদুর রহমান স্বপন,ইমদাদুল হক মিলন,ফিরোজ উদ্দিন,আবুল খায়ের মন্ডল,জাহের আলী পোদ্দার,রঞ্জু মিয়া,রফিকুল ইসলাম রাজু প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন বেহুলা বাসর ঘর দোকান মালিক সমিতি বনাম পলাশবাড়ী দক্ষিন পাড়া যুব সংঘ।
খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি সোহেল রানা চ্যাম্পিয়ন দল পলাশ বাড়ী দক্ষিন পাড়া যুব সংঘের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরন করেন।