মাধবপুরে ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর পুবালিব্যাংক শাখা থেকে কাজী রাসেল নামের এক লোক ৫ লক্ষ্য টাকা উত্তোলন করে লোকবাস দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়ককের বিজয়নগর থানার ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে লোকাল বাস থামিয়ে কাজী রাসেলকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাসের লোকজনের সামনে থেকে হাতকড়া পরায়। এরপর প্রাইভেটকারে করে পুলিশ ফাঁড়ি চেকপোস্ট ভেঙ্গে পালানোর সময় পুলিশ ধাওয়া করলে মনতলা রেলস্টেশনের চেকপোস্ট গাড়ি আটক করে। এসময় দৌড়ে পালানোর সময় ৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয় ও ১ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হল শরীয়তপুর জেলা পালং থানার কাসাবো এলকার জহির মিয়া (৪২) পিতা মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে। চাঁদপুর জেলার মদনা থানার মিন্টু মিয়া (৪০) পিতা মৃত মিনা গাজীর ছেলে, মাদারীপুর জেলার কালকিনি থানার ধামারপুল গ্রামের মিজান মিয়া (২৬) পিতা মৃত জয়নাল মৃধার ছেলে। গ্রেপ্তারকৃতদের থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ২ হাজার ৬’শত টাকা ও ৩টি মোবাইল ফোন।
এ বিষয়ে সততা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মনতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply