1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
মানব জীবনে তরিক্বত চর্চার বিকল্প নেই ” চন্দনাইশে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে আল্লামা সাবির শাহ (মা.জি.আ)
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিপন্ন অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয় কক্সবাজার সমুদ্রে সৈকতে।  সাভারের স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করেন  কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা সহ ৭ জন আটক।  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা, ১৬ নেতা বহিষ্কার। শহীদ ইয়ামিনকে সাভারের তালবাগ কবরিস্থানে কবর দিতে দেয়নি জি এস মিজান। মঙ্গল’ শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বাংলাদেশী যুবকের ভালোবাসার টানে ফিলিপাইন থেকে সাইরা খাঁন নামের এক তরুনী ছুটে আসে সাভারের আশুলিয়ায় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না: হেফাজত

মানব জীবনে তরিক্বত চর্চার বিকল্প নেই ” চন্দনাইশে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে আল্লামা সাবির শাহ (মা.জি.আ)

  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ১২.৪৪ এএম
  • ৪০৭ বার পঠিত
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
পীরে তরিক্বত,কায়েদে আহলে সুন্নাত,আল্লামা পীর সায়্যিদ সাবির (মা.জি.আ)বলেছেন,জাগতিক ও আধ্যাত্মিক কল্যাণ উৎকর্ষের লক্ষ্যে বর্তমান প্রজন্মের তরীক্বত চর্চার বিকল্প নেই।তরীকৃত চর্চার প্রাথমিক অপরিহার্য্যতা শরীয়তের পূর্ণ অনুসরণ করা,যা ছাড়া আধ্যাত্মিক উত্তরণ অসম্ভব।মানব মনে প্রবেশ করতে হলে মানুষকে পারস্পরিক হিংসা- বিভেদ ভুলে মানবিক চেতনায় উজ্জীবিত হতে হবে।ইসলামের সোনালী যুগে পীর -দরবেশগণ প্রেম – ভালবাসা ও সেবামূলক কর্মোদ্দীপনাকে ব্রত করেছিলেন । এগুলোর প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন কর্মপন্থা যেমন – গাউসিয়া কমিটির সাম্প্রতিক মানবিক কর্মতৎপরতা ,“ দাওয়াতে খাইর ”কর্মসূচী,নিয়মিত প্রশিক্ষণ ও মানুষের হক ও অধিকতর বিষয়ক কর্মসূচীর উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন।
গত ১ নভেম্বর চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে মাওলানা আবদুল গফুর খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,ভাইস-চেয়ারম্যান মাও.সোলাইমান ফারুকী,মেয়র মাহবুবুল আলম খোকা, আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী,আনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্স  মহসিন,সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী আলহাজ্ব  সামশুদ্দিন,জয়েন্ট সেক্রেটারী সিরাজুল হক , এসিসট্যান্স সেক্রেটারী এস এম গিয়াস উদ্দীন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী সামশুর রহমান,গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার কমিশনার সাধারণ সম্পাদক শাহজাদা ইবনে দিদার।
গাউসিয়া কমিটি কেন্দ্রীয়,জেলা, উপজেলা নেতৃবৃন্দ যথাক্রমে, মোসাহেব উদ্দীন বখতেয়ার, মাহবুবুল আলম,আবদুল্লাহ,  তসকির আহামদ,জাহাঙ্গীর,কমর উদ্দিন সবুর,হাবিবুল্লাহ মাস্টার,হারুনুর রশিদ,নেজাবত আলী বাবুল,মোজাফফর ,আবদুল গফুর খাঁন,মেসবাহ উদ্দিন,নজরুল ইসলাম, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান,আমিন আহমেদ চৌধুরী রোকন,আলমগীরুল ইসলাম চৌধুরী,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.দেলোয়ার হোসেন,সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী।
মোরশেদুল আলমের সঞ্চালনায় তকরির পেশ করেন-মাও.আবদুল মান্নান,মাও.আবদুল ওয়াজেদ,মাও. আশরাফুজ্জামান আলকাদেরী ,  মাও.বদিউল আলম রেজভী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews