রংপুরের মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাস প্রত্যাহার।এব্যাপারে তাঁর সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন। মিঠাপুকুরে তছলিম উদ্দিন ৫০নামে এক নৈশপ্রহরীকেবৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগে প্রকাশ। এ ঘটনা উপজেলার শঠিবাড়ীতে গত ৮আগষ্ট শনিবার ভোরে ঘটেছেবলে প্রত্যক্ষ দর্শিরা জানান।শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে নৈশ প্রহরী মারা যায় তার গ্রামের বাড়ী দুর্গাপুর ইউনিয়নস্থ শীতলগাড়ী গ্রামে।তার বাবার নাম মৃত নিজাম উদ্দিন। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করেছেন।
ঘটনায় নিহত তছলিম এর ছেলে ইয়াসিন ১০জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন। ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈশপ্রহরীপিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে। শনিবার ভোররাতে তার দায়িত্বপালনে সাহেব আলীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রমজান আলী১৮ নামে ১ চোরকে আটক করে। সে পাশের পীরগঞ্জের জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে রমজান বলে,নৈশপ্রহরী তছলিমও ঐ চুরির সঙ্গে জড়িত করে । এ কথা শুনে স্থানীয়লোকজন ঐ দুই জনকে গণপিটুনি দেয়,মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে জাফর আলী
স্যার কে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।এব্যাপারে অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাসের সাথে মোবাইলে কথা বললে প্রশাসনিক কারনে বদলী করেছেন বলে এ প্রতিনিধিকে জানান।গণপিটুনির মামলার তদন্ত চলছে। জাফর আলী বিশ্বাসের বিরুদ্ধে সাধারন মানুষের অসখ্য অভিযোগ রয়েছেবলে অভিজ্ঞ মহল মনে করেন।
এ জাতীয় আরো খবর..
[…] রেখা মনি, রংপুর স্টাফ রিপোর্টার রংপুর নগরীতে লেগুনা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ ব্যক্তি আহত হয়েছে, এর মধ্যে ২ ব্যক্তির অবস্থা আশংঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ধান গবেষণা ইনন্সিটিউট এর পাশে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একটি লেগুনা যাত্রী নিয়ে মিঠাপুকুরের দিক হতে নগরীর মডার্ণ মোড়ের দিকে যাচ্ছিল এবং ঐ সময়ে একটি পিক-আপ মডার্ণ মোড়ের দিক হতে মিঠাপুকুরের দিকে যাচ্ছিল ফলে উক্ত স্থানে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে লেগুনার চালকসহ দুইজন গুরুতর আহত হয় এবং লেগুনায় থাকা আরো ৩ যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী রংপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে রংপুর ফায়ার সার্ভিতে দুটি ইউনিট সেখানে আসে এবং আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী রিপন (২৮) বলেন- সকালে গাড়ী দুটি রাস্তার দুই দিক থেকে আসতেছিল কিন্তু হঠাৎ তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে এই ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান- আমরা খবর পাওয়া মাত্রই ঘটস্থলে রওনা দিয়েছি এবং দুটি গাড়ীর মাঝখান থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ,আরো ৩জন যাত্রীসহ মোট ৫জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতলে জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার এসআই আলামিন বলেন- আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাই। এই দুর্ঘটনায় গুরুতর আহত ২ ব্যক্তিসহ ৫জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, আমরা দুর্ঘটনার সাথে জড়িত যানবাহনকে থানা আটক রেখেছি। […]