কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে “আঁধারে আলো মানবতার সংগঠন” থেকে প্রায় ৬২ পরিবারে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সদরে বাড়ী বাড়ী ঘুরে এই সামগ্রী বিতরণ করা হয়।
The Daily surjodoy
সংগঠনের সাধারণ সম্পাদক সাজু হোসেন জানান,বর্তমান করোনা পরিস্থীতি বিবেচনায় এলাকার অসহায়,বেকার দু:স্থ, গরীব ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে আমরা সংগঠনের সদস্যরা টাকা তুলে ঈদ সামগ্রী কিনেছি।
Facebook, Twitter share
এর পর স্বাস্থ্য বিধি মেনে বাড়ী বাড়ী গিয়ে প্রতি পরিবারে লাচ্ছা/সিমাই,চিনি,আতব চাল ও দুধ বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাহানুল ইসলাম,সম্পাদক সাজু হোসেন,সাংগঠনিক
Surjodoy.com
সম্পাদক সাব্বির আহম্মেদ শুভ,অর্থ সম্পাদক সিয়াম হোমেস,প্রচার সম্পাদক হুমায়ন কবীর,দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, ক্রিড়া সম্পাদক আব্দুল আলিম,তথ্য ও গবেষনা সম্পাদক তাহমিদ হাদিসহ সংগঠনের সদকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply