কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দিন (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী সাজ্জাত হোসেন (৫০) গুরুতর আহত হন। আহত সাজ্জাদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সদরের মেইন সড়কে হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়েন উদ্দিন সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও আহত সাজ্জাদ হোসেন রাজাপুর গ্রামের হবি মিনার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আত্মীকে দেখতে জয়েন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর হাসপাতালে যান। দেখা শেষে হাসপাতালের গেটের সামনে সড়কের পাশে তারা দুইজন দাঁড়িয়ে ছিলেন । এ সময় হটাৎ করে আত্রাই থেকে নওগাঁর দিকে একটি ট্র্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় হাসপাতাল গেটের সামনে সড়কে তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক জয়েন ও আরোহী সাজ্জাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সাজ্জাদকে হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ^াস জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তারা উভয়ে আপোষ হয়েছে বলে জানান তিনি।