স্বাস্থ্যঝুঁকি ও জীবনঝুঁকি থেকে নিরাপদে রাখতে দায়িত্বকর্তব্যে অটল বাংলাদেশ সেনাবাহিনী
ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রামঃ
করোনা কাল থাবা থেকে রক্ষার্থে লকডাউনে পরিবহনে যাত্রী চলাচলে সাধারণ জনগনকে স্বাস্থ্যঝুঁকি ও জীবন ঝুঁকি থেকে নিরাপদে রাখতে দায়িত্বকর্তব্যে অটল বাংলাদেশ সেনাবাহিনী।
আজ কড়াকড়ি লকডাউনের ৯ ম দিনেও,৩০জুলাই বিকাল ৫টায়,নগরীর বায়োজিদ বোস্তামি সংলগ্ন,চা বোর্ডের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ডিভিশন এর চৌকস দল দায়িত্ব কর্তব্যকালে ব্যাস্ত হয়ে পড়ে। এছাড়াও লকডাউনে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ ষ্টেশন,জংশনে আজ ৯ ম দিনেও দায়িত্বে বহাল আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও মাঠে রয়েছে পুলিশ,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যরা। এদিকে, নগরে সেনাবাহিনী, র্যাব,বিজিবি, পুলিশের সঙ্গে রয়েছেন ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা পর্যায়ে নেতৃত্ব আছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকসহ সংশলিষ্ট দায়িত্বশীল আরো অনেকেই।
করোনা হতে নিরাপদ জীবনযাপনে মহামারী পরিস্থিতি মোকাবিলা ও রক্ষার্থে,সে লক্ষ্যে সেনাবাহিনীর চৌকস দল দায়িত্ব পালনে ১২টি ভাগে বিভক্ত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ ষ্টেশন,জংশন ও এলাকায় সরাসরি উপস্থিত হয়ে কাজ করছে।জনগণকে সাস্থ্য সচেতন করতে সহায়তা করে যাচ্ছে দায়িত্বকর্তব্য পালন করছে কঠোর ভাবে।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও নিত্যনতুন কার্যক্রমের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
সেই লক্ষ্যে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে গর্বিত সেনাসদস্য ও তৎসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। শুরু হতে এখন পর্যন্ত বৃহৎজনস্বার্থে,লকডাউন সচলে অনন্য ভুমিকা পালনে অগ্রগামী সকল সদস্যবৃন্দ।
এছাড়াও,দেশের যে কোন দুর্যোগ-দুর্দিনের মোকাবেলায় দূঃসাহসী দায়িত্বে পালনে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার উজ্জ্বল ইতিহাস।
জনস্বার্থে অত্র বাহিনীর আরও রয়েছে সুনাম-সম্মান অর্জনের বর্ণাঢ্য নজির বিহীন রাষ্ট্র নিয়ন্ত্রণের ইতিহাসও। জনগণের আস্থা-ভরসা প্রতীক হয়ে,চীর স্বরণীয় হয়ে ঠাঁই করে নিয়েছে লাখো মানুষের হৃদয়ের গভীরে।যার আরেক নাম দেশপ্রিয় সূর্যসন্তান দেশপ্রেমিক সেনাবাহিনী।