হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবা ও জাল টাকাসহ তানভীর হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
২ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা এলাকার তাজু দারোগার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তানভীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের রামপুর এলাকার নওহাটা গ্রামের মৃত আবদুর রশিদ মজুমদারের ছেলে।
হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্দেশে ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর তানভীর হোসেনকে আটক করা সম্ভব হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৯ হাজার টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আটক তানভীরের বিরুদ্ধে মাদক ও মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..