সম্প্রতি ভারতে একটি হাতির মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবারও ভারতের বিহারের একটি ঘটনা সামনে এসেছে। তবে সেটি দুঃখের নয়। এক ব্যক্তি তাঁর নিজের কোটি টাকার সম্পত্তি দিয়ে যেতে চান দুই হাতিকে। ওই ব্যক্তির নাম আখতার ইমাম। তিনি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে বলেছেন, মানুষের চেয়ে অন্য প্রাণী বিশ্বস্ত। হাতিগুলো তার সন্তানের মতো এবং তিনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না। যে হাতি দুটির কথা বলা হচ্ছে তাদের নাম মোতি ও রাণি। মোতির বয়স ১৫ ও রাণির ২০। তারা সবসময়ই আখতারের সঙ্গে রয়েছে। আখতার একটি অলাভজনক সংস্থা পরিচালনার করেন, যেটি হাতিদের দেখাশোনা করে। তিনি বলেন, তার মৃত্যুর পর যাতে হাতিদুটির কোনো কষ্ট না হয়, তাই তিনি তার কয়েক কোটি টাকার জমি দিয়ে যাবেন। রিপোর্ট বলছে, বিভিন্ন সময় হাতিরা আখতারকে স্থানীয় গুন্ডাদের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। আখতার জানিয়েছে, একবার তাকে খুন করার চেষ্টা হয়েছিল। পিস্তলযুক্ত কয়েকজন লোক তার ঘরে ঢোকার চেষ্টা করতেই হাতিরা তাকে সতর্ক করে দেয় ও সে অ্যালার্ম বাজালে দুষ্কৃতীরা পালিয়ে যায়।