জিহাদ হেসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
গেল বছরের ২৬ নভেম্বর তারিখে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির পিটিশন বিভাগের সদস্য ও চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহিউদ্দিন খান আলমগীরের প্রেরিত পত্রে বাংলাদেশ জাতীয় সংসদ হতে প্রাপ্ত ডিওপত্রে অত্র জেলা সড়ক দুইটির গুরুত্বারোপ করেন।অত্র প্রেরিত পত্রের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ পরিকল্পনা শাখার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপসচিব এ এম এম রিজওয়ানুল হক ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা সড়ক ও জনপথ বিভাগকে পরিপত্রের মাধ্যমে সড়কটির উপর টেকনিক্যাল সার্ভে রিপোর্ট সহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের নির্দেশ দেন।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন-‘আমরা চিঠি পাওয়ার পর টেকনিক্যাল রিপোর্টসহ পূর্ণাঙ্গ প্রস্তাবনার ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ফাইল পাস হয়ে এলে দ্রুতই আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ কাজ শুরু হবে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক(২) বলেন- আঞ্চলিক মহাসড়ক করনের বিষয়ে চিঠি পেয়েছি। আমি সড়ক পরিদর্শন করেছি। লক্ষ্মীপুর জেলায় এই মহাসড়কের ৩৮ কিলোমিটার অংশ রয়েছে। যার চওড়ায় ১৮ ফিট। পরে ২৪ ফিটে প্রশস্ত করা হবে।নির্দেশনা আসলে কাজ চালু হবে।আমাদের প্রস্তাবনায় আমরা সড়কের আঁকাবাঁকা গুলোর যেসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেগুলোকে সহজীকরণ করার বিষয়ে প্রস্তাবনা করেছি।’