খেলোয়াড় ছিলে বেশ
কখনো যদি মনে হয়
শূন্যতা ঘিরে ধরেছে তোমায়,
তবে আকাশ পানে চেয়ে
ভেবে নিও একই
আকাশের নীচেই সে আছে
যে তোমাকে ভালোবেসেছিলো
আজও ভালোবাসে তোমাকেই।
তবে আজ আর কোনও আশা
কোনও চাওয়া পাওয়া নেই আমার।
জানি কখনও আর
আমার হবেনা তুমি,
শত সহস্র অপ্রস্তুত দীর্ঘশ্বাস
কত শত রজনীর নির্ঘুম চোখ
আজও কিসের অপেক্ষায়
থাকে বুঝিনা!
কত-শত কথা
কত রঙিন বাসনা
আর কতগুলো স্বপ্নের হাতছানি,
আমি একাকী বসে মিলিয়েই যাই
এসবের সত্যতাই বা ছিলো কতখানি!
অভিনয়টা বেশ আবেগি-ই
ছিলো তোমার তবে যন্ত্রণাটা
বড় করুণ আমার।
তোমার আবেগি অভিনয়টা
বুঝে ওঠতে একটু দেরি হয়েছিলো।