মজিবর রহমান
পাহাড়ি সমাজে যুগ যুগ ধরে পালন করে আসা ঐতিহ্যবাহী সংস্কৃতি “বিঝু”।প্রতি বছরের মতো পার্বত্য চট্টগ্রাম সহ সকল পাহাড়িদের মাঝে ফুল বিঝু উৎযাপন হয়েছে এই উতসব। ঐতিহ্যবাহী ফুল বিঝু উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা
বছর শেষে বিদায়ের আয়োজন ও চাকমা রিদিসুদোম(নিয়ম) অনুসারে সোমবার (১২ এপ্রিল) প্রথম প্রহরে পশুপাখির ঘুম ভাঙার আগে ফুল সংগ্রহ করা।এরপর নদীতে গোসল করে নদীর ধারে কলাপাতায় ফুল সাজিয়ে মোমবাতি প্রজ্বলন করে গোংয়া মাকে স্বরণ করা, বাড়ির সব দরজার, গরু ঘর,মুরগি ঘর,ছাগল ঘরসহ ফুল দিয়ে সাজানো। গরু গলায় ও ছাগলের গলায় ফুলের মালা পড়ানো।
এরপর বয়স্ক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে গোসল করানো,খেলাধুলা সহ বিভিন্ন আনন্দ উৎসব করা হয়।
এইদিকে করোনা মহামারীর কারণে প্রতি বছরের তুলনায় এই বছর সরকারের দেওয়া সকল বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে সকল উৎসব অনুষ্ঠিত হচ্ছে সীমিত ও ঘরোয়া ভাবে।
malegra fxt viagra generico online italia consegna veloce Police in Danvers, Massachusetts, began an investigation late on Tuesday after receiving calls that a student at the school and a teacher had not gone home, Essex County District Attorney Jonathan Blodgett told reporters on Wednesday buy stromectol 3 mg Unresectable hepatocellular carcinoma a prospective controlled trial with tamoxifen