মীর আতিক(আক্কেলপুর)প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের আক্কেলপুরে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের সহকারী রাকিব হাসান (২৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১২ মে) সকালে উপজেলার পূর্ণগোপীনাথপুর এলাকায় আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
Surjodoy.com
নিহত রাকিব হাসান বগুড়া সদর উপজেলার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমান দৈনিক সূর্যোদয়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুরের পীরগঞ্জ থেকে একটি ধানবোঝাই ট্রাক আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন।
The Daily surjodoy
পথে উপজেলার পূর্ণগোপিনাথপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের একটি ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এসময় চালকের পাশে বসা তার সহকারী রাকিব হাসান ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply