1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
দিনাজপুর ল্যাম্ব হাসপাতালে ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

দিনাজপুর ল্যাম্ব হাসপাতালে ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০, ১১.১৩ পিএম
  • ২৪০ বার পঠিত

তাজ চৌধুরী,দিনাজপুর ব্যুরো:
দিনাজপুর ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ পূণর্বাসন করছে। গত ২০ বছরে দিনাজপুরসহ ৫ জেলার ৩০ টি উপজেলায় প্রায় ১ হাজার ৬০০ গরীব রোগীকে চিকিৎসার পাশাপাশি স্বচ্ছলতা ফিরে পেতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রদান করেছে গরু, ছাগল, সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ। যা ওই এলাকাসহ দিনাজপুরের সর্বত্র প্রশংসিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ফিস্টুলা রোগটিকে আমাদের সমাজে এতটাই খারাপভাবে দেখা হয় যে, আক্রাদের কারও কারও সংসার ভেঙ্গে যায়। কেউ কেউ লজ্জায়, ক্ষোভে, ভিন্ন পন্থা অবলম্বনের কথাও ভাবেন। অথচ এ রোগটির চিকিৎসা রয়েছে এবং এটি মোটেও মারাত্মক কোনো রোগ নয়। লজ্জা ফেলে চিকিৎসকদের স্বরনাপন্ন হলেই মুক্তি মিলবে। বর্তমানে দেশে প্রায় ৭০ হাজার ফিস্টুলা রোগী আছে। এ ছাড়াও এ রোগে প্রতি বছর আক্রান্ত হচ্ছে ২ হাজার জন।

দিনাজপুর জেলা শহর থেকে ২৭ কিঃমিঃ পূর্বে পার্বতীপুর উপজেলায় একদল মিশনারী ১৯৭০ দশকের শুরুর দিকে স্থাপন করে একটি হাসপাতাল যার নাম দেয়া হয় ল্যাম্ব। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ল্যাম্প হাসপাতালটি মা ও শিশু সেবায় কাজ করে আসছে। দিনাজপুরসহ উত্তরাঞ্চলের নারীদের শিক্ষার হার অনেকটা কম ফলে অল্প বয়সে বিয়ের সংখ্যাও অনেক বেশি। অনভিজ্ঞ দাই দ্বারা বাড়ীতেই সন্তান প্রসব বা বিলম্বে প্রসব অথবা তলপেটে, জরায়ু বা অন্য কোনো অপারেশনে এ ফিস্টুলা রোগ হতে পারে। যার কারনে মায়েদের অনবরত প্রসাব ঝরতে থাকে, ফলে পরিবার বা সমাজে তারা হয় ঘৃণিত। শ্বশুর বাড়ীসহ অন্যান্য আত্মীয় স্বজনেরা তাদের এড়িয়ে চলে।

এমন কি স্বামীরা অনত্র বিয়ে করার ফলে তারা তালাকপ্রাপ্তা হয়ে যায়। সেবা থেকে বঞ্চিত এসব নারীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে ল্যাম্ব হাসপাতাল। অল্প বয়সে বিয়ের পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ফাতেমার মৃত বাচ্চা প্রসব হয় ফলে অনেক ভোগান্তি পোহাতে হয় তাকে। এখন সে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। একইভাবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের বিউটি বেগমের ফিস্টুলা হলে তার স্বামী অনত্র বিয়ে করে। এরা সবাই এখন নিজেরা সুস্থ্য হয়ে তাদের মত অন্য গরীব রোগীদের খুঁজে বের করে ল্যাম্ব হাসপাতালে নিয়ে আসে। যেখানে তারা পায় প্রশিক্ষণ শেষে বিনামূল্যে চিকিৎসাসহ পূণর্বাসনের উপকরণ। মায়ের মমতায় সেবা দিয়ে যান ল্যাম্ব হাসপাতালের সেবিকা নাসিমা বেগম।

আর এই রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিদেশী ডা. বেয়াট্রিস আমবুয়ান বার্জার। নিজ দেশের ভালোবাসা আত্মীয় স্বজনের মায়া মমতা ছেড়ে ২০০৯ সাল থেকে হত দরিদ্র গরীব রোগীদের সেবা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন সুইজারল্যান্ডের অধিবাসী ডাঃ বেয়াট্রিস আমবুয়ান বার্জার। ফিস্টুলা শুধু এ এলাকা থেকে নয়, সারা বাংলাদেশ থেকে নির্মূল করতে চায় ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষ। সরকার ও এলাকাবাসীর সহায়তা নিয়ে এগিয়ে যেতে চায় ল্যাম্ব। তাই এখন প্রয়োজন সম্মিলিত সচেতনতা। ফিস্টুলা মুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতার কোনো বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews