
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই(নিঃ)/ ফিরোজ এর নেতৃত্বে একটি চৌকস টিম ২৫শে সেপ্টেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে. শার্শা থানাধীন গোগা টু সাতমাইলগামী রোডের নতুন কবর স্থানের পাশে পাকা রাস্তার উপর থেকে১০(দশ) বোতল ফেন্সিডিল ও একটি বাইসাইকেল সহ মনিরুজ্জামান (৩৭)কে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। ব্যবসায়ী মনিরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply