নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীরের উপরে লাগানো পেরিমিটার (কাঁটাতার) চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৪ মন কাঁটাতার উদ্ধার করেছে।
গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে বিমানবন্দরের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ভ্যানসহ চুরিকৃত মালামাল রেখে পালিয়ে গেছে।
এ ঘটনায় আজ রবিবার সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সৈয়দপুর বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ আফরোজা বেগম।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি মোঃ আবুল হাসনাত খান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আধারে সৈয়দপুর বিমানবন্দরের উত্তর সীমানা প্রাচীরের উপরে লাগানো পেরিমিটারগুলি চুরি হচ্ছিল।
ঘটনার দিন চোরেরা চুরিকৃত কাঁটাতারগুলি বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করার চেষ্টা করলে চুরিকৃত ৪ মণ কাঁটাতারগুলি ভ্যানসহ রেখে পালিয়ে যায় তারা।
পরে খবর পেয়ে প্রথমে বিমানবন্দরের পিবিএন ঘটনাস্থল থেকে চোরাই মালামাল উদ্ধার করে। তারপর পুলিশ উদ্ধারকৃত মালসহ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।