রেখা মনি, নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর পীরগঞ্জে দীর্ঘ দিন থেকে বিভিন্ন লোকের নিকট থেকে জমির ভুয়া কাগজ বনিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো মানিক ও তার সহযোগি চক্র।
গত ২৭ জানুয়ারী দুপুর ২ঃ ০০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চক্রটিকে ধরার জন্য পীরগঞ্জ পৌর এলাকায় অভিজান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম।
এব্যাপারে অনেকের সঙ্গে কথা বলে যানা যায় মানিক একটি মাঠপচ্চা বাবাদ ৫০০ টাকা ও জমির খারিজ বাবদ ২৫০০ টাকা নিতো।
কিন্তু সে কাগজগুলো সঠিক না ভুয়া তা জানতো না কেউ।
ভুমি অফিসার বলেন পীরগঞ্জ উপজেলায় দীর্ঘ দিন থেকে জমি জমা সংক্রান্ত জঠিলতা ও মামলা হামলার পরিমান বেশি হওয়ায় আমরা বিভিন্ন কাগজ পত্র সম্পরকে অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পারি যে, মানিক নামের ঐ ব্যাক্তি বিভিন্ন অফিসারের সিল স্বাক্ষর জাল করে জমির ভুয়া কাগজপত্র তৈরী করে মানুষ কে প্রতারিত করছে।পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানিকের দোকান হওয়ায় সকলে তা সঠিক বলে জানতো।
অভিযান পরিচালনার খবর জানতে পেরে মানিক ঘটনা স্হল থেকে পালিয়ে যায়। এ সময় তার দোকানে থাকা কম্পিউটার, সিল, স্ট্যাম্প সহ বিভিন্ন সরঞ্জাম সিলগালা করে। এসময় তিনি বলেন মানিককে ধরতে অভিজান অব্যাহত থাকবে বলেও জানো হয় ।