আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় সড়কের পাশে দাড়িয়ে থাকা বাসের সাথে বিনিময় পরিবহনের একটি বেপরোয়া গতির বাসে ধাক্কায় বাসের যাত্রী সেলিনা আক্তার (২৫) নামের এক নারী হাত ঝুলে আছে ।
আহত নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে পরে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সেলিনা আক্তার (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া বাজার এলাকার মইনুল হোসেনের স্ত্রী।
তিনি ঈদের ছুটি শেষে বিনিময় পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব ১১-৬৪০৭) ঢাকায় ফিরছিলেন বলে জানা যায়।
মোঃ সুমন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রোববার বিকেলে নরসিংপুর হামিম গেট এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসের সাথে বিনিময় পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে।
এসময় গাড়ির ভিতরে জানালার পাশে বসে থাকা এক নারীর হাত কেটে যায়। ওই নারীর হাত বাহিরে ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় বাস ও বাসের হেলপারকে আটক করে। কিন্তু চালক কৌশলে পালিয়ে যায়।
সুমন আরও বলেন, ওই নারীর হাতের ৯৮ ভাগের বেশি অংশ কেটে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এ ব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন-উর-রশিদ বলেন, হাত কাঁটা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল।
তার হাত একটি চিকন রগের সাথে ঝুলে আছে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে আমরা পঙ্গু হাসপাতারে রেফার করেছি।