নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামে ধানের বীজতলায় বেড়া দেওয়া কে কেন্দ্র হামলায় জুবায়েল আহমদ (১৫) নামের এক কিশোর খুন হয়েছে।
জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মসুদ মিয়া তার বীজতলায় বেড়া দিলে একই গ্রামের মশাহিদ মিয়া গংরা চলাচলে বিঘ্ন ঘটবে বলে বাধা প্রদান করে। এ নিয়ে গ্রামের পঞ্চায়েত পক্ষ কে বিষয়টি অবগত করলেও তাতে কোন কর্ণপাত করা হয়নি।
এরই জের ধরে গত শুক্রবার স্থানীয় গোপলার বাজার স্ট্যান্ডে মশাহিদ মিয়া ও মসুদ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা হয়। এ সময় মশাহিদ মিয়ার পক্ষের লোক কিশোর জুবায়েল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় সে মারা যায় । এ ঘটনার প্রতিবাদে নিহতের আত্মীয় স্বজনেরা মহাসড়ক অবরোধ করে স্থানীয় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির বিরুদ্ধ স্বজনপ্রীতি ও অনিয়ম দূর্ণীতির অভিযোগ তোলে খুনীদের গ্রেফতার দাবী জানানো হয় ৷
Leave a Reply