রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
সরকারী ঔষধ চোরাচালান সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে পুলিশ আটক করেছে। এরা হচ্ছেন, মাহিগঞ্জ দেওয়ানটুলি গ্রামের রহমান মিয়ার ও রংপুর সিভিল সার্জন অফিসের নৈশ্য প্রহরী জামাল।
এছাড়াও পুলিশ সরকারী ঔষধ, বিক্রির অভিযোগে মাহিগঞ্জ এলাকার ৪ ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় বিপুল পরিমান ঔষধ উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ ও মাহিগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকা থেকে রহমান নামের সরকারী ঔষধ চোরাচালানের সংঘবদ্ধ চক্রের এক ব্যক্তিকে বিপুল পরিমান ঔষধসহ আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে মাহিগঞ্জের শিওর হোম ফার্মেসী ও শফিক ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল ঔষধসহ হালিম ও কমল নামে দুই ব্যবসায়ী পাশাপাশি স্থানীয় রঘু বাজার থেকে ধীরেনসহ অপর এক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এছাড়া দুপুরে রংপুর সিভিল সার্জন অফিসের নৈশ্য প্রহরী এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা জামালকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে মাহিগঞ্জ থানার ওসি জানিয়েছেন এ চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে। একই সাথে মামলার প্রস্তুতি চলছে।