1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আশুলিয়ায় ডাকাতদের বন্দুক এর গুলিতে আহত নাট্য অভিনেতা আজাদ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন আতঙ্কের নাম নায়েব ইউনুস অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে জরিমানা আশুলিয়ায় ডাকাতদের বন্দুক এর গুলিতে আহত নাট্য অভিনেতা আজাদ নড়াইলে ৯ এমএম পিস্তল ও গুলিসহ দুই ভাই গ্রেফতার হাঠাৎ রাত তিনটায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা দোষলেন আওয়ামী লীগকে সাভারে পাকিজা ডাইং কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস  লক্ষীপুরের রায়পুর কেরোয়ায় গোসল করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু ডিরেক্টরস গিল্ডের নির্বাচন সভাপতি শহিদুজ্জামান সাধারণ সম্পাদনা ফরিদুল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সভাপতিকে নাগরিক সংবর্ধনা

আশুলিয়ায় ডাকাতদের বন্দুক এর গুলিতে আহত নাট্য অভিনেতা আজাদ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

আশুলিয়ায় ডাকাত দলের ছোড়া গুলিতে আহত নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ। নিজ বাড়িতে ডাকাতি করতে দেখে ডাকাতদের বাঁধা প্রদান করলে,ডাকাত দল এ অভিনেতার পায়ে পর পর ৩ রাউন্ড গুলি করে। পরে গুলিবিদ্ধ অভিনেতা আজাদকে উদ্ধার করে রাজধানী ঢাকার উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় আহত আজাদের স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন নাহারকেও ব্যাপক মারপিট করেছে দুর্বৃত্তরা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর পুত্র। তিনি ছোট পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ তার স্ত্রী ও মা’সহ পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো বেপারীপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। এদিন ভোর রাতে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয়তলার রান্না ঘরের গ্রীল কেটে তিন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে।

এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করে ঘর থেকে বের হন। মুহূর্তেই দুর্বৃত্তরা আজাদকে লক্ষ করে গুলি ছুড়লে আজাদের দুই পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রড দিয়ে আঘাত করে এবং মা আজিজুন নাহারকে মারধর করে সন্ত্রাসীরা দ্রুত পলায়ন করে।

এলাকাবাসী তাদের চিৎকার শুনে ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন,বাড়ির লোকজনের উপর হামলা করলেও জিনিসপত্র খোয়া যায়নি।ডাকাত দল কোন উদ্দেশ্যে গুলি করেছে তা খতিয়ে দেখে ডাকাত দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews