গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা সাবেক বনকর্মকর্তা মারা গেছেন।
মঙ্গলবার গভীর রাতে আদাবৈ এলাকায় নিজ বাড়িতে মতিউর রহমান (৬৫) মৃত্যুবরণ করেন।
এদিকে, জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আক্রান্ত হয়ে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
মতিউর রহমান দুই বছর আগে তিনি ঢাকার বোটানিক্যাল গার্ডেনের এসিএফ পদ থেকে অবসরে যান বলে পরিবার থেকে জানানো হয়।
মতিউরের ভাতিজা কামাল হোসেন বাবুল জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, গলাব্যাথা ও সর্দি-কাশিতে ভুগছিলেন। শনিবার (২০ জুন) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি, তার স্ত্রী ও মেয়ে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন।
“সোমবার চাচা ও তার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে তারা বাসায় আইসোলেশনে ছিলেন।”
কামাল আরও বলেন, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে শ্বাসকষ্টে মারা গেছেন তার চাচা।
তিনি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে সহকারী বন সংরক্ষক (এসিএফ) হিসেবে কর্মরত ছিলেন; দুই বছর আগে সেখান থেকে অবসরে যান বলে ভাতিজা জানান।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের ব্যবস্থা করা হয়।