ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটের ক্ষেতলাল মামুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা ভাংচুর নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা।
জানা গেছে, ওই ইউনিয়নের জিয়াপুর সরদারপাড়া, হিন্দু পল্লী পালপাড়া, ঘোষপাড়া এলাকায় নৌকার মার্কার প্রার্থী মশিউর রহমানের তিনটি নির্বাচনী ক্যাম্পে বুধবার রাত ১০টায় ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে বিদ্রোহী প্রার্থী আব্দুর রশীদ বকুলের কর্মী সমর্থকরা। এর আগেও ওই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সহিংসতায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এবিষয়ে নৌকা মার্কার প্রার্থী মশিউর রহমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিদ্রোহী প্রার্থীর ইন্ধনে তার কর্মী সমর্থকরা আমার তিনটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
বিদ্রোহী প্রার্থী আব্দুর রশীদ বকুল বলেন, তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
ক্ষেতলাল থানা ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্তকরে। তবে নির্বাচনী ক্যাম্প ভাংচুরে থানায় কেউ অভিযোগ করেনি।