
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে এক কণ্যা শিশু ধর্ষন মামলার আসামি জহুরুল ইসলাম (২৩) নামে এক যুবলকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছে নারী শিশু ট্রাইবুনাল আদালত।
২০১৫ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে রেললাইনের পার্শে বসবাসকারী আবদুল আজিজের শিশু কণ্যাকে ধর্ষনের অভিযোগে তার মা রেজিয়া খাতুন একই এলাকার কিতাব আলীর ছেলে জহুরুল ইসলামের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২৫/২০১৬।
দীর্ঘ কয়েক বছর পর মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) দুপুরে এই মামলার শুনানিতে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী মামলার তথ্য উপাথ্য পর্যালোনা পূর্বক ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় জহুরুল ইসলাম কে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এ্যাডঃ- ফিরোজা চৌধুরী এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply