বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউপির ২ নম্বর ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব।
আটকরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ, হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ, হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন, হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ।
র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। অস্ত্রসহ আটক চারজনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।