ভূরুঙ্গামারীরতে নদিতে ভাসছে এক পরিচয় বিহীন লাশ
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল প্রায় ৫ টার দিকে এ খবর পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সামাদের ঘাট এলাকায় লাশটিকে দুধকুমার নদিতে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন এই লাশটিকে আমরা চিনি না হয়তোবা লাশটি ভারতীয় নাগরিকের। লাশটির পরনে শুধু ছিলো জাংগিয়া।বয়স আনুমানিক ৩৫ হবে এরকম ধারণা করছেন স্থানীয় ও পুলিশর।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পানিতে ডুবে থাকা লাশটি উদ্ধার করেছি।এবং আনুমানিক ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের এবং চেহারা দেখে মনে হচ্ছে কয়েদিন আগে মারা গেছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় নাগরিকের লাশ ভেসে আসার দাবি জানিয়েছে। তাদেরকে লাশের ছবি পাঠানো হয়েছে নিশ্চিত হলে আইনি প্রকিয়ায় ব্যবস্থা নিবো।
Leave a Reply