মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের আয়োজনে ‘ভাষা আন্দোলন ও তার উত্তর-প্রভাব’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে অনলাইন প্লাটফর্ম জুমে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও বিশ্ববিদ্যালয়ের তথ্য, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস।
ওয়েবিনারে বক্তারা ভাষার গুরুত্ব, সর্বস্তরে মাতৃভাষার প্রয়োগ, অর্থনৈতিক গুরুত্ব, ভাষার ইতিহাস, ঐতিহ্য গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ। ওয়েবিনারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, সহসভাপতি অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ ড. মো. মিরাজ হোসেন সহ নীলদলের কার্যনিবার্হী পরিষদের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।