সূচক ও লেনদেনে পতন
ফখরুল ইসলাম মুন্সি, শাহাজালাল নিজস্ব প্রতিবেদকঃ
| ১৫ জুন ২০২১ | ২:২৩ অপরাহ্ণ
সূচক ও লেনদেনে পতন
FacebookTwitterShare
আগের কার্যদিবসের তুলনায় সোমবার সুচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই পতন দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । লেনদেন হয় মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত ছিল বাকি ১১টির।
Surjodoy.com
সোমবার লেনদেন হয় এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। রোববার এর পরিমাণ ছিল দুই হাজার ৬৯ কোটি সাত লাখ টাকা।সেই হিসাবে লেনদেন কমেছে ৩২৮ কোটি ৯০ লাখ টাকা। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে।
The Daily surjodoy
তিন সুচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৩ পয়েন্টে, ডিএসইএস সূচক ৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে এক হাজার ২৮৪ দশমিক ৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে।
The Daily surjodoy
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে নাম লেখায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।